৳ ৫০০ ৳ ৪২৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
বদি মিয়ার রাজাকারের ডায়েরি প্রথাসিদ্ধ দিনপঞ্জি নয়, বলা চলে ইতিহাসের কালপঞ্জি। এটি আবার সে ইতিহাসও নয়, যেখানে শুধু রাজা-বাদশা ও শাসককুলের নানা কর্মকাণ্ডের সন-তারিখের ধারাবিবরণী। এর মধ্যে পাওয়া। যাবে সাহিত্যের শৈল্পিক ছোঁয়া। কিন্তু নিছক কল্পনা-বিলাসী সাহিত্য নয়, রয়েছে আমাদের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের কঠিনতম সময়ের প্রতিদিনকার প্রতিচিত্র, যা এই গ্রন্থের মূল উপজীব্য।
একাত্তরে মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়ে উঠেছিল। পাশাপাশি কিছু বিশ্বাসঘাতকও ছিল। দেশপ্রেমিকরা ইতিহাসের পাতায় নন্দিত আর বিশ্বাসঘাতকরা নিন্দিত সর্বকালের জন্য। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বদি মিয়াদের পৈশাচিকতা ও বিশ্বাসঘাতকতার কারণে তাদের নিক্ষিপ্ত হতে হয়েছে ইতিহাসের আস্তাকুড়ে। তাদের হিংস্রতা ও নৃশংসতার কাহিনী সবারই জানা দরকার, বিশেষ করে তরুণ প্রজন্মের। এ শুধু ইতিহাসের প্রয়োজনে নয়, তাদের সম্পর্কে সচেতন-সতর্ক থাকার জন্যও।
Title | : | বদি মিয়ার রাজাকারের ডায়েরি |
Author | : | মাহফুজুর রহমান |
Publisher | : | চন্দ্রাবতী একাডেমি |
ISBN | : | 9789848855010 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 259 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
বহুমুখী প্রতিভার অধিকারী মাহফুজুর রহমান ছিলেন একজন পেশাদার কূটনীতিক। তিনি পোল্যান্ড, ইউক্রেন ও মলডোভায় পাঁচ বছরেরও বেশি সময় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় হতে কূটনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়, হাওয়াইয়ের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা ও শান্তি বিষয়ে একাধিক কর্মশালা ও অনুশীলন সমাপ্ত করেছেন। তিনি ময়মনসিংহ জিলা স্কুল ও মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র। ১৯৬১তে জন্ম নেওয়া মাহফুজুর রহমান দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় এবং অনলাইন সাময়িকী ও গবেষণা সাইটে নিয়মিত লিখেন, যার মধ্যে দি নিউ এজ, বাংলাদেশ পোস্ট, প্রথম আলো অনলাইন ভার্শন, সংবাদ প্রতিদিন, জিওপলিটিকস ডট কম অন্যতম। তিনি আন্তর্জাতিক রাজনীতি, নিরাপত্তা ও কূটনীতি নিয়ে যেমন লিখেন, তেমন লিখছেন নন্দনতত্ত্ব ও চিত্রশিল্প নিয়ে নিবন্ধ কিংবা ভ্রমণকাহিনি, ছোটো গল্প ও কবিতা। কোনো কোনো লেখা এর মধ্যে সাপ্তাহিক ২০০০, হাল-ফ্যাশন, তর্কবাংলা, ঘুঙুর, দেশ-প্রসঙ্গ সাময়িকীতে প্রকাশিত। তাঁর ভ্রমণকাহিনিতে এমন বিচিত্র সব উপাদান নিয়ে আসেন যে লেখাটি বহুমাত্রায় উপভোগ্য হয়ে উঠে। তাঁর গদ্যশৈলী সহজ এবং সাবলীল। লেখার পাশাপাশি মাহফুজুর রহমান ছবি আঁকেন, আবৃতি করেন এবং বিভিন্ন বিষয়ে বক্তৃতা করেন। তিনি নিতোমধ্যে ওয়ারশ, এথেন্স, মেক্সিকো সিটি এবং টোকিয়োতে চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাঁর অধিকাংশ বইয়ের পাতায় পাতায় তিনি নিজের আঁকা ছবিও জুড়ে দেন। তিনি গান, বিশেষ করে পুঁথি ও জারি গানও রচনা করেছেন। আশ্চর্য না যে তাঁর বহুমাত্রিক প্রতিভা তাঁকে মিজ এশিয়া-প্যাসিফিক আর্থ প্রতিযোগিতা বা গুড ফুড ফেস্টিভালে বিচারকের আসনে আসীন করেছে। ছাত্রাবস্থায় তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি সংসদীয় পদ্ধতি, শাসন ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে গবেষণা কর্মের সঙ্গে জড়িত।
If you found any incorrect information please report us